বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: বরষার দিন তো হয়ে গেছে সারা তবু কেন
বরিষণ-শেষে ডাকিয়া যূথীরে কহিল মালতী-কলি –
‘আমি দুলিব পিয়াল-কোলে পিয়া, পিয়া বলি’॥
            চাহিয়া বারেক রবিকরে
            তুমি বুঝিবে ধূলির ’পরে,
সৌরভ তব থরে থরে, তবু আসিবে না তব অলি॥
            সিক্ত বাতাসে চাঁদের আবেশে
            শ্বেত পুষ্পের স্নিগ্ধ সুবাসে,
প্রেম ও প্রীতির সুরভি-আকাশে – যূথী-দল প’ড়ে ঢলি’॥
বিদায়-বেলায় যূথিকা কহিল – বিলাতে আমি
                           আসিনু ধরায় নামি’,
প্রেমের মিলন-বাসরে, আমারে যেয়ো গো দলি’॥