বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বসন্ত আজ আসল ধরায় ফুল ফুটেছে বনে বনে
পাঠ ও পাঠভেদ:
বসন্ত আজ আসল ধরায় ফুল ফুটেছে বনে বনে।
শীতের হাওয়া পালিয়ে বেড়ায় ফাল্গুনী মোর মন-বনে॥
ফুলগুলি হায় ঝরেছিল হিমেল হাওয়ার পরশনে,
দখিন হাওয়ার হিল্লোলে আজ প্রিয়তমের স্পর্শ নে’।
উদাসী এই মাতাল বাতাস
জাগায় ধরায়, মাতায় আকাশ,
হাসিতে তার কিসের আভাস মন জানে, মনে মনে॥
- ভাবসন্ধান: এটি একটি বসন্তের আগমনী গান। শীতের শেষে বসন্তের আগমনে
বন-বনান্ত পুষ্পশোভিত হয়ে ওঠে। ফাগুনের দখিনা বাতাসে শীতের হিমেল হাওয়া যেন পালিয়ে
বেড়ায় আশ্রয়হীনের মতো। কবির মনে ফাল্গুনের বর্ণাঢ্য আমেজ ছড়িয়ে পড়ে।
শীতের ফুলগুলো হিমেল হাওয়ায় স্পর্শে ঝরে পড়েছিল। বসন্তের উষ্ম দখিনা হাওয়ার হিল্লোল
যেন, প্রিয়তমের স্পর্শসুখের আমেজ এনে দেয়। প্রেমের ঘর ভুলানো উদাসী মাতাল বাতাসে
ধরিত্রী আর আকাশ মেতে ওঠে যৌবনানন্দে। তাদের হাসির আভাসে কি যে গোপন ইঙ্গিত পায়, তা
শুধু তাদের মনই জানে।
- তথ্যানুসন্ধান:
- ক. রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৫২ খ্রিষ্টাব্দের প্রথম থেকে নজরুল পুরোপুরি নির্বাক ও
স্থবির হয়ে গিয়েছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৫২ বৎসর।
[ নজরুলের ৫২ বৎসর
অতিক্রান্ত বয়সের গানের তালিকা]
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর
১৬০২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৮৭।