বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বসিয়া বিজনে কে গো বিমনা
বসিয়া বিজনে কে গো বিমনা।
নিরালায় বাসনা-তুলিকায় আঁচিছ কোন্ আল্পনা॥
অনামিকায় কভু জড়াও অঞ্চল
(কভু) ভাসাও স্রোতে মালার ফুলদল,
কভু আনমনে চাই গগন-কোণে যেন কোন্ উদাসী কামনা॥
পলক নাই চোখে, মুকে নাহি বাণী,
ফেলে যাওয়া যেন, কার বাঁশরিখানি।
তাহারি আগমনী অন্তরে শুনি’
উছলি’ উঠিবে মৌন সুরধুনী,
বাজিবে মধু-মুরছনা॥
- রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৩) মাসে, টুইন রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৩ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর
১৬০২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৮৭।
- রেকর্ড:
- এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুল ইসলামের ১৯৩৬ খ্রিষ্টাব্দের
১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার ৩০ ভাদ্র ১৩৪৩) একটি
চুক্তি হয়েছিল। এই চুক্তিতে গানটি ছিল।
- টুইন [সেপ্টেম্বর ১৯৩৬ (ভাদ্র-আশ্বিন ১৩৪৩)]। এফটি ৪৫৬৫। শিল্পী:
নিভারাণী সেন