বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বুকে তোমায় নাই বা পেলাম রইবে আমার চোখের জলে
রাগ: ভৈরবী মিশ্র, তাল: কাহারবা
বুকে তোমায় নাই বা পেলাম রইবে আমার চোখের জলে।
ওগো বঁধু! তোমার আসন গভীর ব্যথায় হিয়ার তলে॥
আসবে যখন তিমির রাতি
রইবে না কেউ জাগার সাথী,
আসবে সে-দিন জ্বালব বাতি – মুছব নয়ণ-জল আঁচলে॥
নাইবা হলাম প্রিয় তোমার, বন্ধু হ’তে দোষ কি বঁধু?
মুখের ‘মধু’র তৃষ্ণা শেষে আমি দিব বুকের মধু।
আমি ভালোবাসিনি ত’, ভালোবাসা পাবার ছলে॥
বাহুর পাশে প্রিয়ায় বেঁধে’
আমার তরে উঠ্বে কেঁদে,
সেই তো আমার জয় গো, প্রিয়, অন্তরে রই, রই না গলে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
মোহম্মদী পত্রিকার কার্তিক ১৩৩৯ (অক্টোবর-নভেম্বর ১৯৩২) সংখ্যায় গানটি প্রথম
প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৫ মাস
- গ্রন্থ:
-
গুলবাগিচা
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]। ভৈরবী মিশ্র-কাহারবা। পৃষ্ঠা: ১১-১২]
- নজরুল রচনাবলী, জন্মজয়ন্তী সংস্করণ। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ১০। ভৈরবী মিশ্র-কাহারবা। পৃষ্ঠা ২৩০-২৩১]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৩৪৬। রাগ: ভৈরবী মিশ্র, তাল: কাহারবা। পৃষ্ঠা: ৪৮৫]
- পত্রিকা: মোহম্মদী [কার্তিক ১৩৩৯ (অক্টোবর-নভেম্বর ১৯৩২)]
- রেকর্ড: মেগাফোন [১৯৩৪। বাতিল হয়েছিল]