বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ভোলো ভোলো ভোলো মান, ভোল আমারে
ভোলো ভোলো ভোলো মান, ভোল আমারে।
আঁধারে যে ফুল ফোটে, ভোলো তাহারে॥
ভুলিতে যদি গো লাগে বুকেতে ব্যথা’
নিঠুর মরম-বাণে না ক’য়ো কথা,
দরদী গো সে-ব্যথারে রাখিবি কাহারে॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪৮) মাসে বেতার থেকে প্রচারিত একক সঙ্গীতানুষ্ঠানে এই গানটি প্রথম প্রচারিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪২ বৎসর ১০ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত
সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ১০৬৮। পৃষ্ঠা:
৩২৬ ]
- বেতার:
একক অনুষ্ঠান । কলকাতা
বেতারকেন্দ্র-ক। [ মার্চ ১৯৪২ (ফাল্গুন-চৈত্র ১৩৪৮) ।
প্রথম অধিবেশন। ৭.৫০-৮.০৯। শিল্পী:
অণিমা মুখোপাধ্যায়। মিশ্র তিলং-কাহারবা
he Indian-listener, Vol. VII.
No.5. Page: 59