বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ভুল ক'রে কোন্ ফুল-বিতানে
রাগ: মাঢ় মিশ্র. তাল: লাউনি
ভুল ক'রে কোন্ ফুল-বিতানে গানের পাখি পথ হারালি।
প্রেম-সমাধির বুকে এ-যে সাজানো ম্লান ফুলের ডালি॥
বাণ-বেঁধা বুক ল'য়ে কোথায়
উড়ে এলি শান্তি-আশায়,
চোখের জলের নদীর পাশেই রয় নিরাশার চোরা-বালি॥
জানিস্নে তুই ফুলের বনে
কাল-সাপিনী রয় গোপনে,
তৃষ্ণা-কাতর হৃদয়ে তোর বিষের জ্বালা দিলি ঢালি’॥
আলেয়ারই আলোয় ভুলে
এলি এ কোন্ মরণ-কূলে,
হৃদয়ের এ শ্মশান-ভূমে প্রেমের চিতা জ্বলছে খালি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
আজকাল পত্রিকার '১ অক্টোবর ১৯৩২' (১৫ আশ্বিন ১৩৩৯) সংখ্যায় গানটি প্রথম
প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৪ মাস
- পত্রিকা: আজকাল [১ অক্টোবর ১৯৩২ (১৫ আশ্বিন ১৩৩৯)]
- গ্রন্থ:
- গুলবাগিচা
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। মাঢ় মিশ্র-লাউনি। পৃষ্ঠা:
৬]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা।
জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৫। মাঢ় মিশ্র-লাউনি। পৃষ্ঠা ২২৭-২২৮]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৬৪৬। রাগ: মাঢ় মিশ্র. তাল: লাউনি। পৃষ্ঠা: ৪৯২]