বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: 
ভেঙো না ভেঙো না বঁধু তরুণ চামেলি-শাখ
	
		
     রাগ: খাম্বাজ, তাল : কাহারবা
ভেঙো না ভেঙো না বঁধু তরুণ চামেলি-শাখা।
ফুলের নজ্রানা এর আজিও পাতায় ঢাকা॥
       
কুঞ্জ-দ্বারে থাকি’ থাকি’
       
বৃথা এত ডাকাডাকি,
আজিও এ বনের পাখি ঘুমায় হের গুটিয়ে পাখা॥
       
অসময়ে হে রসময়
       
ভাঙিয়ো না লতার হৃদয়,
তনুতে এলে অনুরাগ হেরিবে না ফাঁকা ফাঁকা॥
       
আসছে-ফাগুন মাসে
       
আসিও ইহার পাশে
আজ যে-লতা কয় না কথা, সেদিন তা'য় যাবে না রাখা॥
		
	
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা 
যায় না। 'গুলবাগিচা 
'
গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]  গানটি 
	প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
  
- গ্রন্থ: 
	- 
	গুলবাগিচা
		- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। 
				খাম্বাজ-দাদরা। পৃষ্ঠা: 	২৪] 
 
		- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। 
	জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ২০। খাম্বাজ-দাদরা। পৃষ্ঠা ২৩৬-২৩৭]
		
 
	
 
	- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা 
					১৬৪৭। রাগ: খাম্বাজ, তাল : কাহারবা। পৃষ্ঠা: ৪৭৮]
 
 
- রেকর্ড: মেগাফোন [১৯৩৪ (১৩৪০-১৩৪১)। শিল্পী: রাজলক্ষ্মী (ছোট)। 
			রেকর্ডটি বাতিল হয়েছিল।]