বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মাধবী-লতার আজি মিলন সখি
রাগ: তিলক-কামোদ, তাল: কাহারবা
মাধবী-লতার আজি মিলন সখি
শ্যাম সহকার তরুর সাথে।
আকাশে পূর্ণিমা-চাঁদের জেলসা
হের গো তাই আজি চৈতালী রাতে॥
ফুলে ফুলে তা’র ফুল্ল তনুলতা
গাহিয়া ওঠে পাখি ‘বউ গো কও কথা’,
স্বর্ণলতার সাতনরী হার
দুলিছে গলায় রাতুল শোভাতে॥
তা’রি আমন্ত্রণ-লিপি থরে থরে,
শ্যামল পল্লবে কুসুম-আখরে।
তরুলতা দুলে পুলকে নাচি’ নাচি’
মিলন-মন্ত্র গাহিছে মৌমাছি,
আল্পনা আঁকে আলো ও ছায়াতে॥
- ভাবার্থ: মাধবী-লতার সাথে তার আশ্রয়াদাতা তরু মিলন হবে চৈতালী রাতে। এই
মিলনোৎসবের রূপকতায় মূলত কবি চৈতালী চাঁদনী রাতের মোহনীয় রূপকেই উপস্থাপন করেছেন এই
গানে।
পূর্ণিমা চাঁদের জ্যোৎস্না-প্লাবিত মধুরাতের এই মিলনোৎসবে- মাধবীলতার উল্লসিত তনু
ফুলসাজে সজ্জিত হয়েছে। এই মিলনোৎসবে পাপিয়া গাইছে 'বউ কথা কও'। স্বর্ণলতার সাতনরি
হার দুলছে মাধবীলতার গলে রক্তিম শোভাতে। এই মিলনোৎসবের আমমন্ত্রণ লেখা হয়েছে
শ্যাম-পল্লবে কুসুম-লিপিতে। সে উৎসবে তরু লতা দুলে দুলে নাচছে, আর মৌমাছিরা
মিলনমন্ত্র গাইছে। আর চাঁদনী রাত তার আলো-ছায়ার খেলায়া আল্পনা আঁকছে মিলনপ্রাঙ্গনে।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা
যায় না। 'গুলবাগিচা
'
গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩] গানটি
প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
-
গুলবাগিচা
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩।
তিলক-কামোদ মিশ্র-কার্ফা। পৃষ্ঠা: ২৯]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা।
জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ২৪। তিলক-কামোদ মিশ্র-কার্ফা। পৃষ্ঠা ২৩৯]
- রেকর্ড: মেগাফোন [১৯৩৪ (১৩৪০-১৩৪২)। শিল্পী: জয়শ্রী বন্দ্যোপাধ্যায়। রেকর্ডটি পরে বাতিল হয়ে যায়।]