বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মালার ডোরে বেঁধো না গো বাহুর ডোরে বাঁধো।
মালার ডোরে বেঁধো না গো বাহুর ডোরে বাঁধো।
কাঁদোই যদি, আমার বুকে মুখ লুকিয়ে কাঁদো॥
তোমার পূজার আসন হতে
নামাও এবার ধূলির পথে,
দেবতা ব'লে সেধো না গো, প্রিয় ব’লে সাধো॥
পূজারিণী, জাগো জাগো – হৃদয় দুয়ার খোলো॥
নিবেদনের ফুলে বরণ-মালা গেঁথে তোলো॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৫ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে
(কার্তিক-অগ্রহায়ণ ১৩৪২) এইচএমভি
রেকর্ড কোম্পানি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল।
এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬
বৎসর ৫ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮।
ফেব্রুয়ারি ২০১২ খ্রিষ্টাব্দ। ১৬৮০ সংখ্যক গান।
তাল: কাহারবা। পৃষ্ঠা: ৫০১]
-
নজরুলের হারানো গানের খাতা
[নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭।
গান সংখ্যা ৭৬।
for Gopal Sen (Twin)। পৃষ্ঠা:
১০৩।]
নজরুল-সঙ্গীত স্বরলিপি
ঊনপঞ্চাশতম খণ্ড। স্বরলিপিকার: ইদ্রিস আলী। কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক
১৪২৬। নভেম্বর ২০১৯। পৃষ্ঠা: ৬২-৬৫ [নমুনা]
রেকর্ড: এইচএমভি [নভেম্বর ১৯৩৫ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪২)। এন ৭৪৩৩। শিল্পী: গোপাল চন্দ্র সেন]
স্বরলিপিকার ও স্বরলিপি:
-
ইদ্রিস আলী। ১৯৩৫ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী:
গোপাল চন্দ্র সেন] স্বরলিপি অনুসারে, স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি
ঊনপঞ্চাশতম খণ্ডে
অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]
পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- তাল:
কাহারবা
গ্রহস্বর: পা