বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: যেন ফিরে না যায় এসে আজ বঁধুয়া ফিরে না যায়
রাগ:
বেহাগ, তাল: খেমটা
যেন ফিরে না যায় এসে আজ বঁধুয়া ফিরে না যায়।
সখি দিস্নে তোরা তা'রে লাজ বঁধুয়া ফিরে না যায়॥
পথ ভুল ক'রে যায় আন-ঘরে জানি সই,
তবু আমারি সে রাজাধিরাজ বঁধুয়া ফিরে না যায়॥
ফুল চুরি ওর পেশা ও শুধু চোখের নেশা, জানি সই,
একা আমার ছবি তার হিয়া-মাঝ বঁধুয়া ফিরে না যায়॥
সুন্দর ব’লে তায় সকলে পাইতে চায়,
সে পরালে মোরে প্রেমের তাজ বঁধুয়া ফিরে না যায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। 'গুলবাগিচা'
গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩] গানটি
প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
-
গুলবাগিচা
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। বেহাগ-খেমটা। পৃষ্ঠা: ৫৬]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী।
ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৪৯। বেহাগ-খেমটা। পৃষ্ঠা ২৫৪ ]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৭১২। রাগ:
বেহাগ, তাল: খেমটা। পৃষ্ঠা:
৫১০।]
- রেকর্ড: মেগাফোন
[অক্টোবর ১৯৩৫ (আশ্বিন-কার্তিক ১৩৪২ বঙ্গাব্দ)]। জেএনজি ২০৯ শিল্পী: শ্রীমতী ফুল্লনলিনী।