বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: মুখে তোমার মধুর হাসি হাতে কুটিল ফাঁসি।

             তাল : কাহারবা
মুখে তোমার মধুর হাসি হাতে কুটিল ফাঁসি।
সুন্দর চোর, চিনি তোমায় তবু ভালোবাসি॥
            শত ব্রজে কেঁদে মরে
            শত রাধা তোমার তরে,
কত গোকুল ডুব্‌লো অকূল আঁখির নীরে ভাসি'॥
কত নারীর মন গেঁথে, নাথ, পর্‌লে বন-মালা,
যমুনাতে ডুবালে শ্যাম কত কুলের বালা।
            দেখাও আসল হাত দু'খানি
            করাল গদার চক্রপাণি,
তব এ দু'টি হাত ছলনা, নাথ, বাজাও যে হাতে বাঁশি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের মে  (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৫) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১১ মাস।
     
  • রেকর্ড: টুইন। মে ১৯৩৮ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৫) এফটি ১২৩৭৫। শিল্পী: বীণাপণি চট্টোপাধ্যায়
  • সুরকার:
    • সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় (রেকর্ড বুলেটিন)
    • নজরুল ইসলাম (রেকর্ড লেবেল)
       
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
    • আহসান মুর্শেদ[নজরুল-সঙ্গীত স্বরলিপি, তেত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৭। জুন ২০১০)। ১০ম গান। রেকর্ডে বীণাপাণি চ্যাটার্জির -এর গাওয়া সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। পৃষ্ঠা: ৩৯-৪০।] [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণব)
    • সুরাঙ্গ: ভজন
    • রাগ: সিন্ধু-মিশ
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: ণা