বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সন্ধ্যার গোধূলি রঙে নাহিয়া
রাগ: ভীমপলশ্রী, তাল: ত্রিতাল
সন্ধ্যার গোধূলি রঙে নাহিয়া।
কে এলে কাহারে চাহিয়া॥
মধুর লগনে অপরূপ বেশে
কেন দাঁড়ালে মম দ্বারে এসে,
দিনের শেষে ঝরা ফুলের দেশে –
আসিলে চাঁদের তরণী বাহিয়া॥
অস্ত রবির রঙ ল’য়ে কোন্ যাদুকর
নিরমিল তোমার মূরতি মনোহর,
মনের পদ্ম-বনে বাণীর মধুকর –
‘সুন্দর! সুন্দর!’ – ওঠে গাহিয়া॥
- রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৭ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৪) মাসে, এইচএমভি গানটির রেকর্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৮ বৎসর ১ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)।
১৭৬২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫২৩-৫২৪।
- রেকর্ড:
- এইচএমভি [জুলাই ১৯৩৭ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৪)]। এন ৯৯২৫। শিল্পী: শীতল
ঘোষ। সুর: শচীন চক্রবর্তী। ভীমপলশ্রী-ত্রিতাল।