বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সপ্ত-সিন্ধু ভরি' গীতি-লহরী।
সপ্ত-সিন্ধু ভরি' গীতি-লহরী।
হিল্লোলি 'হিল্লোলি' ওঠে দিবা বিভাবরী॥
এসো এসো বিরহী
আমি এনেছি বহি',
(সেই) সিন্ধুতে সাঁতরিতে সোনার তরী॥
কেন তীরের বালুকা ল’য়ে খেলিছ খেলা,
গাহন করিবে এসো (হের) ফুরায় বেলা।
বল বল সে কবে
অভিষেক হবে,
হে বিজয়ী! শুকাইল তীর্থ-জলের গাগরী॥