বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম:
সে প্রিয় কেন গো এলো
সে প্রিয় কেন গো এলো আজি বল আমারি
হৃদিতলে হায়।
আমি যে সহিতে পারিনা সখি হায়॥
সে প্রিয় আসে আমারি পাশে
আঁখি দু’টি জলে কেন গো ভাসে,
সখি গো আন্ তারে যায় চলে মানভরে বঁধুয়া হায়॥
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের ডিসেম্বর
(অগ্রহায়ণ-পৌষ ১৩৩৯) মাসে গানটি প্রথম এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত
হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৬ মাস।
- রেকর্ড:
এইচএমভি।
ডিসেম্বর ১৯৩২ (অগ্রহায়ণ-পৌষ ১৩৩৯)। এন ৭০৫৮।
মিস হরিমতি।
- গ্রন্থ:
নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন
২০১৮। গান ১৭৮৩। পৃষ্ঠা ৫২৯]