হাওয়াতে নেচে' নেচে' যায় ঐ তটিনী।
পাহাড়ের পথ-ভোলা কিশোরী নটিনী॥
তরঙ্গ আঁচল দুলায়ে
বনভূমির মন ভুলায়ে,
চলেছে চপল পায়ে একাকিনী উদাসিনী॥
এঁকে বেঁকে থম্কে গিয়ে,
হরিণীরে চম্কে দিয়ে।
ছুটিয়া যায় সুদূরে
আয় আয় বলি, ডাকে কে কুলের বধূরে,
নেচে চলে পথ বেভুল ঘর-ছাড়া বিবাগিনী ॥