বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: হৃদয় চুরি করতে এসে পড়লো ধরা চোর

হৃদয় চুরি করতে এসে পড়লো ধরা চোর।
বন্দী থাকো এই হৃদয়ে এবার জীবন ভোর॥
            মনের দুয়ার ভেঙে এবার
            পালিয়ে যেতে পাবে না আর,
প্রহরী যে পলক-হারা নয়ন দু’টি মোর॥
হে চোরের রাজা! করলে চুরি ত্রিভুবনের মন,
এনেছি তাই তোমার সাজার বিপুল আয়োজন।
            আকুল কুন্তল দিয়ে
            রইনু তোমার পা জড়িয়ে,
তোমায় নিঠুর হাতে শিক্‌লি দিলাম আমার গলার ফুল-ডোর॥