বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: তোমার আঁখির মত আকাশের দু'টি তারা
		
			
				    
				তাল: 
				দাদ্রা
				
				তোমার আঁখির মত আকাশের দু'টি তারা
চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা
            সে কি তুমি? 
	সে কি তুমি?
ক্ষীণ আঁখি-দ্বীপ জ্বালি' বাতায়নে জাগি একা,
অসীম অন্ধকারে খুঁজি তব পথ
				রেখা;
সহসা দখিনা বায়ে চাঁপা-বনে জাগে সাড়া।
            সে কি তুমি? 
	সে কি তুমি?
বৈশাখী-ঝড়ের রাতে 
	চমকিয়া উঠি জেগে'
বুঝি অশান্ত মম আসিলে ঝড়ের বেগে,
ঝড় চ'লে যায় কেঁদে ঢালিয়া শ্রাবণ ধারা
            সে কি তুমি? 
	সে কি তুমি??
			
		
	
	- রচনাকাল ও স্থান:
		গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা পত্রিকা' 
		[১৭শ বর্ষ ১১শ সংখ্যা। ফাল্গুন ১৩৪৭ (ফেব্রুয়ারি-মার্চ ১৯৪১)] থেকে জানা যায়, গানটি
		কুমারী মাধবী মুখার্জ্জী এইচ-এম্-ভি রেকর্ডে গেয়েছিলেন। আবার ব্রহ্মমোহন ঠাকুর 
		তাঁর নজরুল সঙ্গীত নির্দেশিকা গ্রন্থ [কবি নজরুল ইন্স্টিটিউট, জুন ২০১৮, পৃষ্ঠা ৩৫৪] থেকে জানা যায়, 
		মাধবী মুখার্জীর কণ্ঠে গানটি রেকর্ড হয়েছিল ১৯৪০ খ্রিষ্টাব্দে রেকর্ডটি পরে বাতিল হয়ে যায়। এই দুটি সূত্রে রেকর্ড প্রকাশের 
		মাসের নাম উল্লেখ নেই। পত্রিকায় স্বরলিপি প্রকাশের সূত্রে ধারণা করা যায়- সম্ভবত গানটি রেকর্ড হয়েছিল ১৯৪০ খ্রিষ্টাব্দের শেষের দিকে।
		এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর।
 
- রেকর্ড
		- এইচএমভি [১৯৪০ খ্রিষ্টাব্দ। শিল্পী: মাধবী মুখার্জী। রেকর্ডটি বাতিল হয়ে 
		যায়]
- এইচএমভি [সেপ্টেম্বর ১৯৪৯ (ভাদ্র-আশ্বিন ১৩৫৬)। রেকর্ড নম্বর ৩১০৭৭। 
		শিল্পী ছিলেন সত্য চৌধুরী]
- হিন্দুস্তান রেকর্ড। রেকর্ড নম্বর এইচ ২১৩। শিল্পী: সুপ্রভা সরকার। [নমুনা]
 
- পত্রিকা:
		- 
		সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা। 
		 [১৭শ বর্ষ ১১শ 
		সংখ্যা। ফাল্গুন ১৩৪৭ (ফেব্রুয়ারি-মার্চ ১৯৪১)। 
		মিশ্র দাদরা। কথা-কাজী নজরুল ইসলাম। সুর নিতাই ঘটক। স্বরলিপি: কুমারী বিজলী 
		ধর। পৃষ্ঠা: ৪৮৭-৪৯০।] পত্রিকার 
		৪৮৭ পৃষ্ঠার
		পাদটীকায় মন্তব্য আছে- 'গানখানি 
		কুমারী মাধবী মুখার্জ্জী এইচ-এম্-ভি রেকর্ডে গাহিয়াছেন।'  
			[নমুনা]
 
- বেতার:  গীতি 
	আলেখ্য - 'সে কি তুমি'। সুত্র: শৈল দেবীর গানের খাতা।
- সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
	
	
		- স্বরলিপি ও স্বরলিপিকার:
		
- পর্যায়:
			- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয়