বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: জাগো ব্যথার ঠাকুর ব্যথার ঠাকুর জাগো
জাগো ব্যথার
ঠাকুর ব্যথার ঠাকুর জাগো
হে পাষাণ দেবতা।
তুমি না
হরিলে, হরি,
কে হরিবে প্রাণের ব্যথা॥
তুমি সব
হরিলে,
ওহে নিখিল-হরণ
সব হরিলে।
আমার যা-কিছু
ছিল প্রিয়তম
হরি হে,
সে-সব হরিয়া নিলে॥
আমি
হয়েছি পথের ভিখারিনী,
রাজার রাণী নেমেছি ধূলায়
হয়েছি পথের ভিখারিনী।
তাই শাপ দেই বড় দুঃখে,
তুমি এই দুখিনীর সন্তান হ'য়ে
আসিবে আমার বুকে।
তুমি আমার বক্ষে হাসিবে, কাঁদিবে
খেলিবে, কহিবে কথা
ব্রজের গোপাল! সেদিন ভুলিব
আমার প্রাণের ব্যথা॥
-
রচনাকাল ও স্থান: ১৯৩৪ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি ‘ধ্রুব’ নামক
চলচ্চিত্রটি মুক্তি পায়। এই চলচ্চিত্রে গানটি ব্যবহৃত হয়েছিল।
এই সময়
নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৭ মাস।
-
গ্রন্থ নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৮৯৮। চলচ্চিত্র
:
ধ্রুব। পৃষ্ঠা: ৫৭২]
-
চলচ্চিত্র:
ধ্রুব। ক্রাউন টকি হাউস।
১ জানুয়ারি ১৯৩৪ (সোমবার, ১৭ পৌষ ১৩৪০)। সুনীতির
গান। শিল্পী আঙ্গুরবালা