বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: তুই বলহীনের বোঝা রহিস্ যেথায় ভৃত্য
তুই বলহীনের বোঝা রহিস্ যেথায় ভৃত্য
হ’য়ে।
যথা, দাসী হয়ে করিস্ সেবা, যা মা সেথায় ল’য়ে
(মোরে) যা মা সেথায় ল’য়ে।
(যথা) দুঃখী পিতার সাথে কাঁদিস উপবাসী র’য়ে
(মোরে) যা না সেথায় ল’য়ে॥
শ্রমিক, চাষার তরে যথা আঁধার খাদে মাঠে।
ক্ষুধার অন্ন নিস্ মা ব’য়ে নে মা তাদের হাটে
(মোরে) নে মা তাদের হাটে॥
তুই, ত্রিজগতের পাপ কুড়ালি
(তাই) সোনার অঙ্গ হ’ল কালি
তোরে সেই কালোতে পাব মহাকালীর পরিচয়ে॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮।
ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৯১১ গান।
তাল: দাদরা। পৃষ্ঠা: ৫৭৬।