বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:তোমার আঘাত শুধু দেখলো ওরা
তোমার আঘাত শুধু দেখলো ওরা দেখলা নাকো
তোমাকে
দেখলো না হে করুণাময় তোমার অশেষ ক্ষমাকে॥
ওরা একটু কিছু যদি হারায়
কৃপণসম কেঁদে ভাসায়
খরচ শুধু দেখলো ওরা দেখলো নাকো জমাকে॥
মায়ের মারকে ভয় করে না মাকে ভালোবাসে যে,
সেই সে মায়ের স্বরূপ চেনে শাসন দেখে হাসে সে,
দুঃখ দেওয়ার দারুণ দুখে
কী যে ব্যথা তোমার বুকে,
ওরা দেখলো না তা দেখলো না,
ওরা দেখলো না ভৈরবের পাশে সুমঙ্গলা উমাকে॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার ২৬ অগ্রহায়ণ ১৩৪২) টুইন রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি হয়েছিল। এই
চুক্তিতে এই গানটি ছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬
বৎসর ৬ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮।
ফেব্রুয়ারি ২০১২। ১৯২৪ সংখ্যক গান।
রাগ: ভৈরবী। পৃষ্ঠা: ৫৮০।
-
নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন
১৯৯৭। গান সংখ্যা ১৩১।
for
Narayan Bose (Twin)। ভজন। পৃষ্ঠা
১৫৮।]
রেকর্ড:
- এইচএমভি'র সাথে নজরুলে চুক্তি [১২ ডিসেম্বর ১৯৩৫
(বৃহস্পতিবার
২৬ অগ্রহায়ণ ১৩৪২]
- টুইন [অক্টোবর ১৯৩৬ (আশ্বিন-কার্তিক ১৩৪৩)]। এফটি ৪৫৬৮। শিল্পী: নারায়ণ
বসু।