বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: দাও দেখা দাও দেখা
চলচ্চিত্র : 'ধ্রুব'
দাও দেখা দাও দেখা হরি পদ্ম-পলাশ-লোচন!
এত কাঁদি, ডাকি, তবু শোন নাকি হে প্রভু ব্যথা-বিমোচন!
শুনিয়াছি হরি জননীর কাছে
তুমি আছ যার, তার সব আছে
তুমি অনাথের নাথ –
কেহ নাই যার তুমি আছ তার অনাথের নাথ!
(আমি) অনাথ বালক, জগৎ জগৎ-পালক, দাও শ্রীচরণ শরণ’॥
-
রচনাকাল ও স্থান:
১৯৩৪ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি ‘ধ্রুব’ নামক
চলচ্চিত্রটি মুক্তি পায়। এই চলচ্চিত্রে গানটি ব্যবহৃত হয়েছিল।
ধারণা করা হয়, কাজী নজরুল ইসলাম এই চলচ্চিত্রের জন্য ১৯৩৩ খ্রিষ্টাব্দের কোনো এক সময়ে এই গানটি রচনা করেছিলেন। এই সময়
নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৭ মাস।
-
গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
৩৭৬।
চলচ্চিত্র : 'ধ্রুব'। পৃষ্ঠা: ১৯৪৫]
-
চলচ্চিত্র:
ধ্রুব। ক্রাউন টকি হাউস।
১ জানুয়ারি ১৯৩৪ (সোমবার, ১৭ পৌষ ১৩৪০)। ধ্রুব-এর গান। শিল্পী: মাষ্টার প্রবোধ]