বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ধর হাত, নামিয়া এসো শিব-লোক হ’তে
ধর হাত, নামিয়া এসো শিব-লোক হ’তে
শিব-ভিখারি পড়িয়া আছি, অশিব মায়া-পথে॥
তব চরণে পাইতে নারি, মায়ার সাথে কেবলই হারি।
তুমি আসিয়া তুলিয়া লহ ধ্রুব-জ্যোতির রথে॥
বারে বারে জ্ঞান-দীপ যায় নিভিয়া ঝরে
তমসা-ভীত চিত্ত সম কাঁপে তোমার তরে।
জন্ম ও মৃত্যুর যাতন মম কর দূর –
আর ভাসিতে নারি তৃণসম জোয়ার-ভাঁটা স্রোতে॥
-
রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৩৭৭
বঙ্গাব্দের
শ্রাবণ মাসে (জুলাই-আগষ্ট ১৯৭০) সন্ধ্যামালতী
প্রকাশিত হয়েছিল।
- গ্রন্থ:
-
সন্ধ্যা মালতী
[নজরুল রচনাবলী সপ্তম খণ্ড [কার্তিক ১৪১৯, নভেম্বর ২০১২। ১৮। পৃষ্ঠা ১৩৫-১৩৬]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, ফেব্রুয়ারি ২০১২)। ১৯৫১ সংখ্যক গান। রাগ: ভিখার। তাল: ত্রিতাল: পৃষ্ঠা:
৫৮৭