বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: রুমঝুম্ রুমঝুম্ রুমঝুম্ ঝুম্ঝুম্ ।
	
	          তাল : কাহারবা
রুমঝুম্ রুমঝুম্ রুমঝুম্ ঝুম্ঝুম্
		
নূপুর বাজে আসিল রে প্রিয় আসিল রে॥
            কদম্ব-কলি 
শিহরে আবেশে
            বাণীর তৃষ্ণা 
জাগে এলোকেশে
হৃদি ব্রজধাম রস-তরঙ্গে প্রেম-আনন্দে ভাসিল রে॥
            ধরিল রূপ অরূপ 
শ্রী হরি
            ধরণী হলো 
নবীনা কিশোরী
চন্দ্রার কুঞ্জ ছেড়ে যেন কৃষ্ণ চন্দ্রমা-গগনে হাসিল রে॥
            আবার 
মল্লিকা-মালতী ফোটে
            বিরহ-যমুনা 
উথলি' ওঠে
রোদন ভুলে রাধা গাহিয়া ওঠে সুন্দর মোর ভালোবাসিল রে॥
	
	- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে 
		কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ -ভাদ্র ১৩৪৮) মাসে 
	এইচএমভি 
	রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল।
	 
	এই সময় নজরুলের বয়স ছিল 
	৪২ বৎসর 
	২ মাস। 
 
- রেকর্ড:  
	এইচএমভি। আগষ্ট ১৯৪১ (শ্রাবণ -ভাদ্র ১৩৪৮)। এন ২৭১৬৩। শিল্পী: যূথিকা 
	রায় ও কমল দাশগুপ্ত।
(রেকর্ড লেবেলে টাইটেল আছে ─ 
প্রিয় আসিল রে)।
 
- গ্রন্থ:
	
		- নজরুল-সঙ্গীত 
	সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৯৮ 
	সংখ্যক গান। পৃষ্ঠা: ৬২।
 
 
- স্বরলিপি ও স্বরলিপিকার:
		সুধীন দাশ [নজরুল-সঙ্গীত স্বরলিপি,
			চৌত্রিশতম খণ্ড, (একুশে 
		বই মেলা। ফাল্গুন ১৪১৮/ফেব্রুয়ারি ২০১২)]।  ১ম গান। পৃষ্ঠা: ১-৩]
[নমুনা]
	- সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
	
	
- পর্যায়: 
	- বিষয়াঙ্গ: ভক্তি
- সুরাঙ্গ: ভজনাঙ্গ
- গ্রহস্বর: গমা