বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: রুমঝুম্ রুমঝুম্ রুমঝুম্ ঝুম্‌ঝুম্ ।
          তাল : কাহারবা
রুমঝুম্ রুমঝুম্ রুমঝুম্ ঝুম্‌ঝুম্
নূপুর বাজে আসিল রে প্রিয় আসিল রে॥
            কদম্ব-কলি শিহরে আবেশে
            বাণীর তৃষ্ণা জাগে এলোকেশে
হৃদি ব্রজধাম রস-তরঙ্গে প্রেম-আনন্দে ভাসিল রে॥
            ধরিল রূপ অরূপ শ্রী হরি
            ধরণী হলো নবীনা কিশোরী
চন্দ্রার কুঞ্জ ছেড়ে যেন কৃষ্ণ চন্দ্রমা-গগনে হাসিল রে॥
            আবার মল্লিকা-মালতী ফোটে
            বিরহ-যমুনা উথলি' ওঠে
রোদন ভুলে রাধা গাহিয়া ওঠে সুন্দর মোর ভালোবাসিল রে॥