বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: (এই) পৃথিবীতে এত শক্তির খেলা আমরা পাই
(এই) পৃথিবীতে এত শক্তির খেলা আমরা পাই
না খেলিতে।
(তোর) বিপুল ভুবনে আমাদেরই ঠাঁই নাই মা হাত পা
মেলিতে॥
দশভুজা দশ দিকে একি আনন্দে
নৃত্য করিস প্রাণের১ ছন্দে
মোরা দুর্বল তারি তালে তালে পারি না চরণ ফেলিতে॥
কোন অপরাধে কার অভিশাপে পাই এ শাস্তি বল মা
দনুজ দলনী এই শৃঙ্খল প্রব চরণে দল মা।
নিষ্ঠুর হাতে দূরে ফেল টানি
জীবনের এই দাসত্ব গ্লানি
ঢেকে ফেল এই দারুন লজ্জা মা তো রক্ত-চেলিতে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত
সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ১৯৯৬।