বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:   প্রেম আমার জাতি লাজ কুল মান সাথী
চণ্ডীদাস : প্রেম আমার জাতি লাজ কুল মান সাথী
             প্রেম-রাজ-মুকুট শিরে।
রামী :    প্রেম যোগিনী হয়ে ছাড়িব সংসার
            লয়ে প্রেম বিরহীরে॥
চণ্ডীদাস : প্রেমের কলঙ্ক-চন্দন সব গো
            থাকুক ললাট ঘিরে।
উভয়ে : প্রেম-বাউল হয়ে ছেড়ে যাই গৃহ গো
            প্রেম ডাকে বাহিরে॥