বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: ভুবনের নাথ! এ নব ভবনে তব আশিস
ভুবনের নাথ! এ নব ভবনে তব আশিস
ঝরুক শ্রাবণ-বারিধারা সম অহর্নিশ॥
স্বচ্ছ আলোক নির্মল বায়ু
পূর্ণ শান্তি অক্ষয় আয়ু
অটুট স্বাস্থ্য মুক্ত প্রাণ
বিরাজ করুক সতত এ গৃহে, হে ভগবান॥
এ নব গৃহে দশ দিক ভরি
দশদিক-পতি থাকুক প্রহরী,
থাকুন গণেশ সিদ্ধিদাতা এ ভবন-মাঝ,
যেন অচলা হইয়া লক্ষ্মী হেথায় করে বিরাজ॥
আকাশ পৃথিবী অগ্নি পবন
রক্ষা করুন এ নব ভবন,
গ্রহ রবি শমী তারকা বরুণ ঊষা ও সাঁঝ
দিবা ও রাত্রি, সবার আশিস যাচি হে আজ॥
পুণ্য প্রীতি ভক্তি ও স্নেহ,
করুণা প্রেম ও সেবায় এ গেহ
পূর্ণ হউক ধন্য হউক হে ভগবান,
নারী হোক হেথা চিরায়ুষ্মতী
পুরুষ হউক আয়ুষ্মান! হে ভগবান॥