বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
(মা) খড়গ নিয়ে মাতিস রণে নয়ন দিয়ে বহে
ধারা
(মা) খড়গ নিয়ে মাতিস রণে নয়ন দিয়ে বহে
ধারা (মা)
(এমন) একাধারে নিষ্ঠুরতা কৃপা তোরই সাজে তারা॥
তোর করে অসুর-মুণ্ডরাশি
অধরে না ধরে হাসি
জানিস্ মরলে তোর আঘাতে তোরই কোলে যাবে তারা॥
মা দুই হাতে তোর বর ও অভয় আর দু'হাতে মুণ্ড অসি,
ললাটে তোর পূর্ণিমা-চাঁদ, কেশে কৃষ্ণা চতুর্দ্দশী।
জননী-প্রায় আঘাত করে
দিস্ মা দোলা বক্ষে ধ'রে
পাপ-মুক্ত করার ছলে অসুর বধিস ভব-তারা১॥
১. ভব-তারা শব্দের আভিধানিক অর্থ নেই। সম্ভবত শব্দটি হবে ভব-দারা।
ভবের (শিব) দারা (পত্নী)। ষষ্ঠী তৎপুরুষ সমাস। শিবের স্ত্রী অর্থে
ভব-দারা, ভবানী, ঈশানী। দুর্গা।
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৫) মাসে, এইচএমভি গানটির প্রথম রেকর্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ৩৮ বৎসর ছিল ৬ মাস।
- গ্রন্থ:
নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
৮৩৫।
পৃষ্ঠা:
২৫৫-২৫৬]
- বেতার:
-
রক্তজবা ।
(গীতিচিত্র),। রচয়িতা: অবিনাশ
বন্দ্যোপাধ্যায়। কলকাতা বেতার কেন্দ্র। ২০ নভেম্বর ১৯৩৯ (সোমবার, ৪ অগ্রহায়ণ ১৩৪৬)।
সান্ধ্য অনুষ্ঠান। সন্ধ্যা ৬.১০।
- সূত্র:
- বেতার জগৎ। ১০ম বর্ষ, ২২শ সংখ্যা। পৃষ্ঠা: ৮৭৭
- নজরুল যখন বেতারে। আসাদুল হক। বাংলাদেশ শিল্পকলা একডেমী। মার্চ ১৯৯৯।
পৃষ্ঠা: ৭৬।
- রেকর্ড: এইচএমভি [ডিসেম্বর ১৯৩৮ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৫)। এন ১৭২২৭। শিল্পী:
মৃণালকান্তি ঘোষ। সুর: নজরুল ইসলাম। রাগ: বাগেশ্রী, তাল: তেওড়া]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন হিন্দুধর্ম, শাক্ত]
-
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ
-
রাগ:
বাগেশ্রী
- তাল:
তেওরা
- গ্রহস্বর: ণ