বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
মাগো তোমার অসীম মাধুরী
মাগো তোমার অসীম মাধুরী বিশ্বে পড়িছে
ছড়ায়ে।
তোমার আঁখির স্নিগ্ধ লাবনি ঝরিছে গগন গড়ায়ে॥
কুমুদে কমলে দীঘি সরোবরে
তোমার পূজাঞ্জলি থরে থরে,
তব অপরূপ রূপ বিহরে নিখিল প্রকৃতি জড়ায়ে॥
অরুণ কিরণে হেরি মা তোমারি মুখের অভয় হাসি;
নাচে আনন্দে নদী তরঙ্গ প্রাণে প্রাণে বাজে বাঁশি।
আগমনী গায় সৃষ্টি অশেষ
ধ্যান ভেঙে চায় হাসিয়া মহেশ
তোমারে পূজিতে পূজারিণী বেশ ধরণীরে দিল পরায়ে॥
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৫ খ্রিষ্টাব্দে ১৮ সেপ্টেম্বর (মঙ্গলবার, ১ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ), এইচএমভি
রেকর্ড কোম্পানির সাথে কয়েকটি গান প্রকাশের জন্য নজরুলের একটি চুক্তি হয়। এই
চুক্তিপত্রে এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫।
গান:
৭৩৮। পৃষ্ঠা
২২৫]
- রেকর্ড:
- এইচএমভির
সাথে চুক্তিপত্র। [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার, ১ আশ্বিন ১৩৪২)।
- এইচএমভি [অক্টোবর ১৯৩৫ (আশ্বিন-কার্তি ১৩৪২)। শিল্পী:
মৃণালকান্তি ঘোষ। রেকর্ডটি পরে বাতিল হয়ে গিয়েছিল]