বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: (মায়ের) অসীম রূপ সিন্ধুতে রে বিন্দুসম বেড়ায় ঘুরে
(মায়ের) অসীম রূপ সিন্ধুতে রে বিন্দুসম বেড়ায় ঘুরে।
কোটি চন্দ্র সূয তারা অনন্ত এই বিশ্ব জুড়ে॥
যোগীন্দ্র শিব পায়ের তলায়
ধ্যান করে রে সেই অসীমায়।
কোটি ব্রহ্ম মহিমা গায় প্রণব ওঙ্কারের সুরে॥
কোটি গ্রহের নিব্ল জ্যোতি মহাকালীর সীমা খুঁজে
সৃষ্টি প্রলয় বলয় হ’য়ে ঘোরে শ্যামার চতুর্ভুজে।
মায়ের একটি আঁখির চাওয়ায়
যুগ যুগান্ত হারিয়ে যায়,
মায়ের রূপের ঈষৎ আভাস পেয়ে সাগর দুলে, তিমির ঝুরে॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭
খ্রিষ্টাব্দের ২৫শে জানুয়ারি [সোমবার, ১২ মাঘ ১৩৪৩] এইচএমভি কোম্পানির সাথে নজরুলের একটি চুক্তি হয়।
এই চুক্তিতে এই গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৬ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২০৮০। পৃষ্ঠা:
৬২৬]
- রেকর্ড:
১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৫শে জানুয়ারি [সোমবার, ১২ মাঘ ১৩৪৩] এইচএমভি কোম্পানির সাথে নজরুলের একটি চুক্তি হয়।