বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মৃতের দেশে নেমে এলো মাতৃনামের গঙ্গাধারা
মৃতের দেশে নেমে এলো মাতৃনামের গঙ্গাধারা।
আয় রে নেয়ে শুদ্ধ হবি অনুতাপে মলিন যারা॥
আয় আশাহীন ভাগ্যহত,
শক্তিবিহীন অনুন্নত
(আয় রে সবাই আয়)
আয় এই অমৃতে উঠবি বেঁচে জীবনমৃত সর্বহারা॥
ওরে এই শক্তির গঙ্গাস্রোতে অনেক আগে এই সে দেশে
মৃত সগর-বংশ বেঁচে উঠেছিল এক নিমেষে।
এই গঙ্গোত্রীর পরশ লেগে
মহাভারত উঠল জেগে,
এই পুণ্য-স্রোতেই ভেঙেছিল ভেদ-বিভেদের লক্ষ কারা॥
- রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর ১৯৪০ (অগ্রহায়ণ-পৌষ
১৩৪৭) কলম্বিয়া রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে।
এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৬ মাস।
- গ্রন্থ:
- বনগীতিকা
- দ্বিতীয় সংস্করণ [১৩৫৯ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ (২৫ মে, ১৯৫২)]
- নজরুল রচনাবলী সপ্তম খণ্ড [কার্তিক ১৪১৯, নভেম্বর ২০১২। বনগীতি দ্বিতীয় খণ্ড।
২০। সাঁওতালির গান। পৃষ্ঠা ১২৪]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইন্সটিটিউট, ফেব্রুয়ারি ২০১১] ।
২০৮৬ সংখ্যক গান। পৃষ্ঠা:
৬২৮।
- রেকর্ড:
- কলম্বিয়া [কলম্বিয়া [সেপ্টেম্বর ১৯৪০ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪৭)] জিই ২৫৫২। শিল্পী
সন্তান সঙ্ঘ। সুর নজরুল।