বিষয়: নজরুল সঙ্গীত।
গান সংখ্যা: ২০৮৭
শিরোনাম: মাতৃ নামের হোমের শিখা
পাঠ ও পাঠভেদ:

মোর আদরিণী কালো মেয়ে শ্যামা নামে ডাকি।
আমার হৃদয় পিঞ্জরে সে যেন কালো পাখি॥
কালো মেয়ে কালী সেজে ঘোরে,
তবু হাসিতে তার জোছনা পড়ে ঝরে,
সাধ হয় মোর ঐ চরণে জবা হয়ে থাকি॥
মা কি মেয়ে বুঝতে নারি লীলা কেমন ধারা,
শুধু জানি তারা আমার কালো নয়ন-তারা।
তারে আদর করে বুকে টানি যত,
দুষ্টু মেয়ে পালিয়ে বেড়ায় তত,
আবার কভু মা হয়ে সে মুছায় আমার আঁখি॥