বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:মোর মাধব-শূন্য মাধবী-কুঞ্জে (সখি গো)
মোর মাধব-শূন্য মাধবী-কুঞ্জে (সখি গো)
আমি যাব না যাব না, দেখিতে পাব না সে শ্যাম নীরদ-পুঞ্জে।
মোরে থাকিতে দে গো এমনি প’ড়ে,
সখি খুলে নীল শাড়ি দে লো তাড়াতাড়ি গেরুয়া বসন পরায়ে,
ব্রজে নীলমণি নাই, কি হবে বৃথাই – নীল শাড়ি গায়ে জড়ায়ে।
তোরা খুলে নে লো মোর আভরণ,
কপাল যাহার পুড়েছে লো সই – ভস্ম যে তার ললাট-ভূষণ।
জনম যাহার যাইবে কাঁদিয়া কাঁদিতে দে তারে একাকী,
বৃথা প্রবোধ তা’রে দিসনে তোরা,
জানি নয়নের জল হয়ত শুকাবে, শুকাবে ব্যথার রেখা কি?
ভুলে যা লো তোরা ভুলে যা আমায়,
যদি কৃষ্ণের তোরা ভুলিতে পারিস্ ভুলতে পারিবি রাধায়॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন
১৩৪০) মাসে মেগাফোন কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৮ মাস।
- রেকর্ড: মেগাফোন [ফেব্রুয়ারি ১৯৩৪ (মাঘ-ফাল্গুন ১৩৪০)। জেএনজি ৯৮। শিল্পী: আভা সরকার
]
- গ্রন্থ:
-
গীতি-শতদল
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। কীর্তন]
- নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল।
কীর্তন। গান সংখ্যা
৭৬। পৃষ্ঠা ৩২৬-৩২৭]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২০৯১। পৃষ্ঠা: ৬৩০]