বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মোরে ডেকে লও সেই দেশে প্রিয় যে দেশে
পাঠ ও পাঠভেদ:
মোরে ডেকে লও সেই দেশে প্রিয় যে দেশে
তুমি থাক।
মোর কি কাজ জীবনে বঁধু যদি তুমি কাছে নাহি ডাক॥
এই পৃথিবীর হাসি-গান
বঁধু সব হ’য়ে যায় ম্লান,
মধু-মাধবী রাসের তিথি হায়! মাধব এলে নাকো॥
এত আত্মীয় প্রিয়জন মোর কিছু ভালো নাহি লাগে,
ভিড় রহে না প্রেমে নীড়ে সেথা দুটি পাখি শুধু জাগে।
ফুল তুলিয়া পূজার তরে
কেন ফেলে রাখ হেলাভরে,
তার মরণের আগে বঁধু শুধু বারেক চরণে রাখ॥
-
রচনাকাল ও স্থান:
১৯৪১ খ্রিষ্টাব্দে এইচএমভি
গানটির রেকর্ড করেছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রকাশিত হয় নি। গানটির সাথে
মাসের উল্লেখ না থাকায়, গানটি প্রকাশের সময় নজরুলের মাস-ভিত্তিক বয়স কত ছিল,
তা অনুমান করা যায় না। তাই এই গানগুলোকে ৪২ বৎসরের তালিকায় যুক্ত করা হলো।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)
-এর ২০৯৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৩১।
- রেকর্ড:
এইচএমভি [১৯৪১ খ্রিষ্টাব্দ (১৩৪৯ বঙ্গাব্দ)। শিল্পী মাধবী মুখার্জি। সুর: নিতাই ঘটক।