রাগ: পাহাড়ি, তাল: ত্রিতাল
যমুনা-কূলে মধুর মধুর মুরলি সখি বাজিল।
মাধব নিকুঞ্জ-চারী শ্যাম বুঝি আসে –
কদম্ব তমাল নব-পল্লবে সাজিল॥
ময়ূর তমাল-তালে পেখম খোলে
ব্যাকুলা গোপ-বালা শুনিয়া সে তান,
যুগ যুগ ধরি’ যেন শ্যাম
বাঁশরি বাজায় গো,
বাঁশিতে শ্যাম মোরে যাচিল॥