বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: (যারা) আজ এসেছে রইবে না কা’ল
(যারা) আজ এসেছে রইবে না কা’ল, আমার
কেহ নয় ওরা কেহ নয়।
মা গো ওরা তোরে শুধু আড়াল করে রয়, ওরা কেহ নয়॥
ওরা মোর ইচ্ছায় আসেনিক কেহ
মোর ইচ্ছায় যায় না ছেড়ে গেহ
এ-সংসারের পান্থশালায় ক্ষণিক পরিচয়,
ও মা ওদের সাথে ক্ষণিক পরিচয়, ওরা কেহ নয়॥
যারা কেবল আছে মাগো মা ভোলাবার তরে
নে তাদের মায়া হরে,
তোর পূজার ভোগ খায় কেড়ে মা পাঁচভূতে আর চোরে।
ওরা সবাই যাবে রইবে নাক’ কেউ
মিথ্যা ওরা, ক্ষণিক মায়ার ঢেউ,
ওদের মায়ায় তোকে ভোলার ভুল যেন না হয়। ওরা কেহ নয়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৬) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ৭ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১০৫। পৃষ্ঠা:
৬৩৪]
- রেকর্ড: এইচএমভি [জানুয়ারি ১৯৪১ (পৌষ-মাঘ ১৩৪৭)।
এন ২৭০৭৪ শিল্পী: পদ্মরাণী চট্টোপাধ্যায়। সুর: নজরুল ইসলাম]