বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: যে কালীর চরণ পায় রে কালীর চরণ পায়
যে কালীর চরণ পায় রে কালীর চরণ পায়।
সে মোক্ষ, মুক্তি কিছুই নাহি চায়॥
সে চায় না স্বর্গ, চায় না ভগবান
শ্রীকালীর চরণ আত্মা তাহার, দেহ-মন ও প্রাণ,
সে কালীর চরণ ছেড়ে ব্রহ্মলোকেও নাহি যায়॥
শিবের জটার গঙ্গা নিত্য চরণ ধোয়ায় যাঁর
যোগ সাধনা আরাধনা সে জানে না ভাই, ঐ চরণ তাহার সার।
ধর্মাধর্ম ভেদ জানে না, সে বলে সবাই মায়ের ছেলে
বন্ধু বলে জড়িয়ে ধরে চাঁড়াল কাছে এলে।
সে বেদ-বেদান্ত জানে না শ্রীকালীর নাম গায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭/ফেব্রুয়ারি, ২০১৪ । গান সংখ্য ২১১০। পৃষ্ঠা: ৬৩৬।