বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: সুরধুনী ধারার মত সুধার সাগর পড়ুক ঝরে;

সুরধুনী ধারার মত সুধার সাগর পড়ুক ঝরে;
মাগো এবার ত্রিভুবনের সকল জড়-জীবের ’পরে॥
যত মলিন আঁধার কালো
হোক সুধাময়, লভুক আলো,
সকল জীবই শিব হোক মা সেই সুধাতে সিনান ক’রে॥
তোর শক্তি-প্রসাদ পেয়ে মানুষ হবে অমর সেনা
দিব্য জ্যোতি দেহ পাবে দানব-অসুর ভয় রবে না।
এই পৃথিবী ব্যথাহত
শ্বেত শতদলের মত
মা তোর পূজাঞ্জলি হয়ে উঠবে ফুলে সেই সাগরে॥