বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: সোনার আলোর ঢেউ খেলে যায় মাঠের ঘাসে ঘাস
সোনার আলোর ঢেউ খেলে যায় মাঠের ঘাসে
ঘাসে।
বাউল হাওয়ায় কানাকানি মা বুঝি ঐ আসে॥
কাশের চামর নদরি চরে
প্রণাম হয়ে লুটিয়ে পড়ে
আনন্দেরি জোয়ার এলো ভোরের নীলাকাশে।
মোদের মা জননী আসে॥
বেণু বনের মর্মরে আজ বাজে ছুটির বাঁশি
বরষ পরে ঘরে ফিরে এলো পরবাসী।
দুঃখী ছেলেমেয়ের মুখে
হাসির আলো ফুটল সুখে
আগমনীর আনন্দে আজ কুসুম হয়ে হাসে॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১২৫। পৃষ্ঠা:
৬৪০]