বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:হে দেব অতিথি! এসো আলোকানন্দার তীরে
হে দেব অতিথি! এসো আলোকানন্দার তীরে।
জুড়াও শান্ত তনু (জুড়াও) চন্দন সুবাসিত দখিনা সমীরে॥
সুরা লও, মধু লও যার যাহা সাধ,
বিহঙ্গ সঙ্গীত চৈতালী চাঁদ,
লহ ভীরু কুমারীর আঁখির প্রসাদ অঙ্গ রাঙ্গাও অনুরাগ আবীরে॥
লহ সেই ফুল যাহে রসেনি ভ্রমর
চাহ যদি ফুল ফেলে লহ ফুলশর,
নিঙাড়িয়া রক্তিম নিটোল অধর কর রস পান বাহু বন্ধনে ঘিরে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল
সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৩রা মার্চ (রবিবার ১৯ ফাল্গুন ১৩৪৬), মণিলাল বন্দ্যোপাধ্যায়ের রচিত 'অন্নপূর্ণা' নামক নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে এই গানটি প্রথম ব্যবহৃত হয়েছিল। ধারণা করা হয়, নজরুল এই নাটকের জন্যই রচনা করেছিলেন। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর
৯ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১৪৮। পৃষ্ঠা:
৬৪৬। ]
- মঞ্চ
- অন্নপূর্ণা। মণিললাল বন্দ্যোপাধ্যায় রচিত নাটক। মঞ্চস্থ: মিনার্ভা, কলকাতা। [৩ মার্চ (রবিবার ১৯ ফাল্গুন ১৩৪৬)] চরিত্র:
যক্ষকন্যাগণ