বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: হে পরমাশক্তি পরা প্রেমময়ী
হে পরমাশক্তি পরা প্রেমময়ী তোমারি মধুর প্রেমে।
(আমি) চির-রূপহীন রূপ ধরে আসি সৃষ্টির বুকে নেমে (গো)॥
প্রিয়া, সেই ত’ বৃন্দাবন,
(নিতি) সৃষ্টি স্থিতি সংহার লীলা করি যথা অনুখন।
ঘোর কালো রূপ আলোময় হয়ে ওঠে যেই গো
সে যে তোমারি রূপ প্রিয়া, মোর রূপ নেই গো॥