বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: হে মোর স্বামী, অন্তর্যামী
হে মোর স্বামী, অন্তর্যামী, লহ সকলি আমার।
লহ প্রীতি-প্রেম-পূজা লহ পায়ে গলার হার॥
হে প্রিয়তম, সকলি লহ;
মান-অভিমান ব্যতা-বিরহ।
দুঃখের দাহ, সুকের মোহ লহ হে অশ্রু-ধার॥
যাহা কিছু আপন, দিতে যা বাকি
যাহা কিছু গোপন, লুকায়ে রাখি
যাহা কিছু প্রিয় অঞ্চলে ঢাকি; লহ হে বঁধু এবার॥
তোমায় চাওয়ার পাওয়ার আশা,
তোমায় না-পাওয়ার ব্যতা-নিরাশা,
তোমারে দিলাম মোর ভালোবাসা বিফলতা হাহাকার॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪২) মাসে এইচএমভি
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৬ বৎসর ৩ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২১৫৬। পৃষ্ঠা: ৬৪৯]
- রেকর্ড
এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৫ (ভাদ্র-আশ্বিন ১৩৪২)। এন ৭৪১৪। শিল্পী:
মিস প্রমোদা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ
[নজরুল
সঙ্গীত স্বরলিপি সাতচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট । ফাল্গুন ১৪২৫/ফেব্রুয়ারি
২০১৯] পৃষ্ঠা: ৭৭-৭৮। [নমুনা]
- পর্যায়