বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: হোরির মাতন লাগলো আজি লাগলো রে
হোরির মাতন লাগলো আজি লাগলো রে
বন উপবন নিখিল ভুবন আবির রঙে রাঙল রে॥
বনের-আনন্দ ফোটে রাঙা হয়ে
রাঙা কুসুমে রাঙা কিশলয়ে
মনের খুশি রাঙা রূপ লয়ে, কুমকুম ফাগে জাগল রে॥
জাগিয়া ওঠে তৃষ্ণা ঘুমন্ত
অনন্ত আশা সাধ অনন্ত
আসিয়া পাগল বনের বসন্ত মনের আগল ভাঙল রে॥
মনে পড়ে দ্বাকার শ্রীকৃষ্ণ লীলা
প্রেমের রঙে হল গোকুল রঙীলা
সেই প্রেম ফাগে আজো হৃদি রাঙে মন ব্রজ তাহারি শ্রীপদরজ মাগ্‌ল রে॥