বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: আজ প্রভাতে বাহির পথে
আজ প্রভাতে বাহির পথে কে ডাকে কোন্ (সই)
ইশারায়।
সিঁথিতে তার সিঁদুর মাখা কে পরালে নিরালায়॥
ঘুম ভরা তার নয়ন দুটি
ফুলেরি মত উঠল ফুটি,
সুখের আভায় ঢেউ খেলে যায় আজকে ধরার আঙিনায়॥
হাততালি দেয় গ্রামের বঁধু পল্লীপথের ধারে;
জলের পথে যাবার বেলায় কুলের বধূ আড়ে।
লুট করে আজ তারার আলো
গহীন রাতে আঁধার কালো
কে এলে আজ বঁধুর বেশে আমার ঘরের কিনারায়॥
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর
(ভাদ্র-আশ্বিন ১৩৪০) মাসে,
মেগাফোন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড করে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর
৩ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮।
ফেব্রুয়ারি ২০১২)। গান সংখ্যা ২১৬২।
- রেকর্ড:
মেগাফোন । সেপ্টেম্বর ১৯৩৩ (ভাদ্র-আশ্বিন ১৩৪০)।
জেএনজি ৭৩। শিল্পী: নিমাইচন্দ্র চক্রবর্তী