রাগ: ভৈরবী, তাল: লাউনি
এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ গাইতে এলে গান।
বসন্ত গত মোর আজ পুষ্প-বিহীন লতিকা-বিতান॥
এলে কি দলিতে আজ ধুলি ঢাকা ফুল-সমাধি মোর,
নাহি আর চৈতি হাওয়া, বহে আজি বৈশাখী তুফান॥
সাজায়ে ফুলের বাসর ছিনু তব পথটি১ চেয়ে।
সে বাসর বাসি হল কেঁদে নিশি হল অবসান॥
বাজে মোর তোরণ দ্বারে খেলা শেষের বিদায়-বাঁশরি,।
ফিরে যাও শেষ-অতিথি দাও যেতে দাও লয়ে অভিমান॥