বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: শিউলি ফুলের মালা দোলে শারদ-রাতের বুকে
শিউলি ফুলের মালা দোলে শারদ-রাতের বুকে ঐ
এমন রাতে একলা জাগি সাথে জাগার সাথী কই।
বকুল বনে এক্লা পাখি,
আকুল হ'ল ডাকি' ডাকি',
আমার প্রাণ থাকি’ থাকি’ তেমনি কেঁদে১ ওঠে সই॥
কবরীতে করবী ফুল পরিয়া প্রেমের গরবিনী
ঘুমায় বঁধু-বাহু পাশে, ঝিমায় দ্বারে নিশীথিনী।
ডাকে আমায় দূরের বাঁশি কেমনে আজ২ ঘরে রই॥১. ডেকে। ২. আর
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। '
গুলবাগিচা'
গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩] গানটি
প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস
- গ্রন্থ:
-
গুলবাগিচা
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। সিন্ধু মিশ্র-কার্ফা। পৃষ্ঠা:
৭৭]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা।
জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৬৮। সিন্ধু মিশ্র-কার্ফা। পৃষ্ঠা ২৬৫]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২৩।
রাগ: গৌড় সারং, তাল: কাওয়ালি। পৃষ্ঠা:
৩৮৯।]
- পত্রিকা: ছায়াবীথি [আশ্বিন ১৩৪১ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪
খ্রিষ্টাব্দ)]
-
রেকর্ড: টুইন [মে ১৯৩৪ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১ বঙ্গাব্দ)]। এফটি ৩২১৩। শিল্পী: মিস
ঊষারাণী
এর জুড়ি গান:
ব্যথার উপরে বঁধু ব্যথা দিও না
[তথ্য]
- স্বরলিপিকার:
আহসান মুর্শেদ। নজরুল সঙ্গীত স্বরলিপি (৩৬তম খণ্ড)।
[নজরুল ইন্সটিটিউট। দ্বিতীয় মুদ্রণ ফাল্গুন
১৪২৫। ফেব্রুয়ারি ২০১৯। [নমুনা]
- পর্যায়: