বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: ও বাঁশের বাঁশি রে বাজে বাজে নদীর ওপারে।
ও বাঁশের বাঁশি রে বাজে বাজে নদীর ওপারে।
(ও সে) কেঁদে কেঁদে ডাকে আমায় রাতের আঁধারে॥
সই বন্ধুরে মোর আয় লো দিয়ে
আমার গলায় মালা নিয়ে
আমি চেয়েছি তার বাঁশিখানি বলিস্ লো তারে॥
সই এ জনমে মিট্ল না সাধ, হলাম না তার দাসী,
বলিস্ তারে, আর জনমে হই যেন তাঁর বাঁশি।
গহীন রাতে মুখে মুখে
কাঁদব দুজন মনে দুখে,
(এবার) মনের আশা ধুয়ে গেল নয়ন-ধারে॥
- রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের
জুলাই (আষাঢ়-শ্রাবণ
১৩৪৫) মাসে, এইচএমভি
রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৯ বৎসর ১ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২২১৬। পৃষ্ঠা:
৬৬৫-৬৬৬]
- রেকর্ড: এইচএমভি [জুলাই ১৯৩৮ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৫)। এন ১৭১৬৩। শিল্পী: সিদ্ধেশ্বর
মুখোপাধ্যায়। সুর: নজরুল ইসলাম]