বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
ওরে অবোধ! গরম জলে ঘর কি কভু পোড়ে
ওরে অবোধ! গরম জলে ঘর কি কভু পোড়ে??
আপন জনের আঘাত কি কেউ রাখে মনে করে (রে)?
তুই বিদায় নিলি অভিমানে
শেষে ফিরতে হল প্রাণের টানে (রে)।
ওরে এ স্নেহ-ডোর ছিন্ন করে কোথায় যাবি সরে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ২৭ জুলাই (সোমবার
১১ শ্রাবণ ১৩৪৩) নজরুলের সাথে রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তি
তালিকায় এই গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ২ মাস।
- রেকর্ড:
- রেকর্ড কোম্পানির সাথে চুক্তি [২৭ জুলাই ১৯৩৬ (সোমবার ১১ শ্রাবণ ১৩৪৩)]
- টুইন [সেপ্টেম্বর ১৯৩৬ (ভাদ্র-আশ্বিন ১৩৪৩ বঙ্গাব্দ)। নাটিকা:
সরলা। নাট্যকার তারকনাথ গঙ্গোপাধ্যায়। এফটি ৪৫৮৬। শিল্পী:
সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়]
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২২১৯ ]