বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কালিন্দী নদীর ধারে ডাকছে বালি-হাঁস গো
কালিন্দী নদীর ধারে ডাকছে বালি-হাঁস গো ডাকছে বালি-হাঁস।
মানিক-জোড়ের ঝুমকো প’রে হাসছে লো আকাশ॥
চল জল আনিতে চল লো জল আনিতে চল।
শালের বনে ময়না শালিক ডাকে –
বউ-ঝিরা সব কলসি নিয়ে কাঁখে,
জল আনতে চল লো ;
দেখলো পথ চেয়ে আছে পথের দুর্বো ঘাস॥
বাবলা বনের ফুল ফুটেছে ওই –
বলছে পাহাড়তলীর মেয়েরা কই –
মহুয়া বনে নিশাস ফেলে ভোরের বাতাস লো ভোরের বাতাস॥