বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কোন সাপিনীর নিশাসে
কোন সাপিনীর নিশাসে আশার বাতি মোর নিভে
যায়।
মোর প্রথম প্রেমের ফুল ফুটিতে দিল না, কীটে কাটিল
হায়॥
মোর অন্ধ আঁখি যেন কত সাধে –
দেখেছিল প্রথম সুন্দর চাঁদে,
ডুবে গেল সে চাঁদ, হতভাগিনী কাঁদ ঝরা দোপাটি ফুলের
মত আঙিনায়॥
কেন কাছে ডেকে ভরা জলের কলসী, ভাঙিয়া নিল বিদায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের ১২ জুলাই (শনিবার ২৮ আষাঢ় ১৩৪৮) নাট্যনিকেতন মঞ্চে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালিন্দী নামক নাটককের উদ্বোধন হয়। এই নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর
২ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২২৩৩। নাটক: কালিন্দী। পৃষ্ঠা:
৬৭০ ]
- মঞ্চ নাটক:
- কালিন্দী। নাট্যকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। মঞ্চ: নাট্যনিকেতন। [১২
জুলাই ১০৪১ (শনিবার ২৮ আষাঢ় ১৩৪৮)। নাটককের উদ্বোধনীর দিন। সারী'র গান।
শিল্পী: রাধারাণী]