বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: তালপুকুরে তুলছিস সে
চলচ্চিত্র : 'পাতালপুরী'
তালপুকুরে তুলছিস সে শালুক সুঁজির ফুল রে – শালুক সুঁজির ফুল।
ঢুলুঢুলু চোখ তার এলোমেলো চুল (ও তার) এলোমেলো চুল॥
(আমার) হাতের ধনুক রইলো হাতে
তীর ছুঁড়তে হয়ে গেল ভুল (ও তার) এলোমেলো চুল।
সেই ফুল-বিলাসীর তরে আমার গেল জাতিকুল রে গেল জাতি কুল॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫
খ্রিষ্টাব্দের ২৩ মার্চে (শনিবার, ৯ চৈত্র ১৩৪১) মুক্তিপ্রাপ্ত '
পাতাল পুরী
' চলচ্চিত্রে প্রথম ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ১০ মাস।
- চলচ্চিত্র:
পাতাল পুরী
[১৯৩৫ খ্রিষ্টাব্দের ২৩ মার্চ (শনিবার, ৯ চৈত্র ১৩৪১)। টুমানীর গান। গান সংখ্যা ২]
- গ্রন্থ:
নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইনস্টিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২২৪০। চলচ্চিত্র : 'পাতালপুরী' পৃষ্ঠা ৫৭১]